১৪ ফেব্রুয়ারি ২০২১ সালের হ্যাপি ভ্যালেনটাইন'স ডের বাংলা এসএমএস ।

১৪ ফেব্রুয়ারি ২০২১ সালের হ্যাপি ভ্যালেনটাইন'স ডের ভালবাসার কিছু বাংলা এসএমএস ।এবং কিছু বিভিন্ন ভাষায় হ্যাপি হ্যাপি ভ্যালেনটাইন'স ডে দেখে নিন।
  • Bangla=শুভ ভালোবাসা দিবস
  • English= Happy Valentines Day
  • Hindi=Vailentains divas mubaarak ho
  • indonesian =Selamat Hari Valentine
  • Malay= Selamat Hari kekasih
  • Japanese =Shiawasena barentaindē
  • Italian - Buon San Valentino
  • Turkish - Mutlu sevgililer günü

Happy valentines day 2021


১. ভালবাসা কি বুঝিনি আগে আমার জীবনে তুমি আসার পর থেকে কেমন জানি তোমাকে ভাবতে বেশী ভালো লাগে। হয়তোবা তোমাকে ছাড়া থাকতে পারবো না।সারা জীবন তোমাকে আমার করে রাখতে চাই।হ্যাপি ভ্যালেনটাইন'স ডে ২০২১

২.ভালবাসা একদিনের জন্য নয়, যে ভ্যালেনটাইন'স ডে ছাড়া তোমাকে ভালবাসা যাবে না।আমি চাই আমার ভালবাসা সারাটি জীবন ভ্যালেনটাইন'স ডের মতো হোক। হ্যাপি ভ্যালেনটাইন'স ডে।

৩.লাল গোলাপের পাপড়ি দিয়ে, রং তুলির ওই রং দিয়ে, আকাশের নিল রং দিয়ে, সাত তরঙ্গের রংধনু দিয়ে, তোমার মনে আমার ভালবাসা আঁকতে চাই । হ্যাপি ভ্যালেনটাইন'স ডে ২০২১

৪. ভালবাসা কখনো বলে আসে না। কে কাকে কখন ভালবাসবে। হঠাৎ করে ভাললাগার পর থকে শুরু হয়ে যায় ভালবাসা।

৫.তুমি যদি লক্ষ্য তারার মাঝে লুকিয়ে থাকো। আমার ভালবাসা তোমাকে ওই লক্ষ্য তারার মাঝে থেকেও খুঁজে বের করবে।হ্যাপি ভ্যালেনটাইন'স ডে ২০২১

৬. নিশী রাতের নিরিবিলি ওই প্রবাল হাওয়া বয়ে যায়। আমার ক্লান্ত দেহের উপর দিয়ে। আর বলে যায় তুমি নাকি আমার কথা ভাবছো এখন বসে।

৭. সকাল নই, বিকাল নই, রাত্রি নই, বেচেঁ থাকার প্রতিটা সেকেন্ড থাকবে আমার নিশ্বাসে থাকবে তুমি আমার পাশে।

৮. জীবনে ভালবাসা কি কখনো বুঝতে পারিনি কিনবা বুঝার চেষ্টা করিনি।হঠাৎ করে আমার জীবনে এসে জীবন কে রঙ্গিন করে দিলে আর আমাকে ভালবাসা শিখিয়ে দিলে।

৯. হাত যখন বাড়িয়ে দিয়েছো আমার কাছে। হাতের উপর হাত রেখে সারা জীবন রেখে দিব তোমাকে আমার সাথে।

১০.জীবনে কষ্ট গুলো কিছু ভালবাসা পেলে একদিন সেই ভালবাসার জন্য জীবন সব কিছু করতে পারে।

Comments